Skip to main content

كَدَأْبِ اٰلِ فِرْعَوْنَۙ وَالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْۗ كَفَرُوْا بِاٰيٰتِ اللّٰهِ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْۗ اِنَّ اللّٰهَ قَوِيٌّ شَدِيْدُ الْعِقَابِ   ( الأنفال: ٥٢ )

kadabi
كَدَأْبِ
Like (the) way
অভ্যাসের মতো
āli
ءَالِ
(of) people
বংশধরদের
fir'ʿawna
فِرْعَوْنَۙ
(of) Firaun
ফিরাউনের
wa-alladhīna
وَٱلَّذِينَ
and those who
এবং যারা(ছিলো)
min
مِن
(were) from
থেকে
qablihim
قَبْلِهِمْۚ
before them
তাদের পূর্ব (এদের সাথে তাই হবে)
kafarū
كَفَرُوا۟
They disbelieved
তারা অবিশ্বাস করেছিলো
biāyāti
بِـَٔايَٰتِ
in (the) Signs
নিদর্শনগুলোর সাথে
l-lahi
ٱللَّهِ
(of) Allah
আল্লাহর
fa-akhadhahumu
فَأَخَذَهُمُ
so seized them
তাই তাদেরকে ধরেছিলেন
l-lahu
ٱللَّهُ
Allah
আল্লাহ
bidhunūbihim
بِذُنُوبِهِمْۗ
for their sins
তাদের পাপগুলোর কারণে
inna
إِنَّ
Indeed
নিশ্চয়ই
l-laha
ٱللَّهَ
Allah
আল্লাহ
qawiyyun
قَوِىٌّ
(is) All-Strong
শক্তিশালী
shadīdu
شَدِيدُ
(and) severe
কঠোর
l-ʿiqābi
ٱلْعِقَابِ
(in) the penalty
দন্ডদানে

Kadaabi Aali Fir'awna wal lazeena min qablihim; kafaroo bi Aayaatil laahi fa akhazahu mul laahu bizunoobihim; innal laaha qawiyyun shadeedul 'iqaab (al-ʾAnfāl ৮:৫২)

English Sahih:

[Theirs is] like the custom of the people of Pharaoh and of those before them. They disbelieved in the signs of Allah, so Allah seized them for their sins. Indeed, Allah is Powerful and severe in penalty. (Al-Anfal [8] : 52)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

ফির‘আওনের লোকজন ও তাদের আগের লোকেদের মতই ওরা আল্লাহর নিদর্শনাবলীকে প্রত্যাখ্যান করেছে, কাজেই তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন। নিশ্চয়ই আল্লাহ শক্তিমান, শাস্তিদানে অত্যন্ত কঠোর। (আল-আনফাল [৮] : ৫২)

1 Tafsir Ahsanul Bayaan

ফিরআউনের বংশধর ও তাদের পূর্ববর্তিগণের অভ্যাসের ন্যায়[১] এরা আল্লাহর নিদর্শনাবলীকে প্রত্যাখ্যান করে। সুতরাং আল্লাহ তাদের পাপের জন্য তাদেরকে শাস্তি দেন। নিশ্চয় আল্লাহ শক্তিমান, শাস্তিদানে কঠোর।

[১] دأب অর্থঃ অভ্যাস। 'কাফ' হরফটি দৃষ্টান্ত বর্ণনা করার জন্য এসেছে। অর্থাৎ, আল্লাহর পয়গম্বরদেরকে মিথ্যা মনে করায় ঐ মুশরিকদের অভ্যাস বা অবস্থা হল সেই রকম, যে রকম ফিরআউন এবং তার পূর্বের অন্যান্য মিথ্যাজ্ঞানকারীদের অভ্যাস ও অবস্থা ছিল।