Skip to main content

وَاِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ اَجْمَعِيْنَۙ  ( الحجر: ٤٣ )

And indeed
وَإِنَّ
এবং নিশ্চয়ই
Hell
جَهَنَّمَ
জাহান্নাম
(is) surely the promised place for them
لَمَوْعِدُهُمْ
অবশ্যই প্রতিশ্রুত স্হান তাদের
all
أَجْمَعِينَ
সকলের

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর তাদের সবার জন্য অবশ্যই ওয়া‘দাকৃত স্থান হচ্ছে জাহান্নাম।

English Sahih:

And indeed, Hell is the promised place for them all.

1 Tafsir Ahsanul Bayaan

অবশ্যই (তোমার অনুসারীদের) তাদের সবারই প্রতিশ্রুত স্থান হবে জাহান্নাম।’ [১]

[১] যত লোক তোমার অনুসরণ করবে তাদের সকলের স্থান হবে জাহান্নাম।