فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُشْرِقِيْنَۙ ( الحجر: ٧٣ )
So seized them
فَأَخَذَتْهُمُ
অতঃপর তাদের ধরলো
the awful cry
ٱلصَّيْحَةُ
বিরাট আওয়াজ
at sunrise
مُشْرِقِينَ
সূর্যোদয় হ'তেই
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
সূর্যোদয়ের সময়ে এক প্রচন্ড ধ্বনি তাদের উপর আঘাত হানল।
English Sahih:
So the shriek seized them at sunrise.
1 Tafsir Ahsanul Bayaan
অতঃপর সূর্যোদয়ের সময়ে বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করল। [১]
[১] সূর্য উদয়ের সময় এক বিকট আওয়াজ এসে তাদেরকে ধ্বংস করে ফেলল। কেউ কেউ বলেন, এই বিকট শব্দ ছিল জিবরীল (আঃ)-এর।
2 Tafsir Abu Bakr Zakaria
অতঃপর সূর্যোদয়ের সময় প্রকাণ্ড চীৎকার তাদেরকে পাকড়াও করল;
3 Tafsir Bayaan Foundation
অতএব সূর্যোদয়কালে বিকট আওয়াজ তাদের পেয়ে বসল।
4 Muhiuddin Khan
অতঃপর সুর্যোদয়ের সময় তাদেরকে প্রচন্ড একটি শব্দ এসে পাকড়াও করল।
5 Zohurul Hoque
কাজেই এক মহাধ্বনি তাদের পাকড়াও করল সূর্যোদয়কালে।
- القرآن الكريم - الحجر١٥ :٧٣
Al-Hijr 15:73