وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَأْتِيَكَ الْيَقِيْنُ ࣖࣖ ( الحجر: ٩٩ )
And worship
وَٱعْبُدْ
ও ইবাদত করো
your Lord
رَبَّكَ
তোমার রবের
until
حَتَّىٰ
যতক্ষণ না
comes to you
يَأْتِيَكَ
তোমার কাছে আসে
the certainty
ٱلْيَقِينُ
মৃত্যু
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আর তোমার রব্বের ‘ইবাদাত করতে থাক তোমার সুনিশ্চিত ক্ষণের (অর্থাৎ মৃত্যুর) আগমন পর্যন্ত।
English Sahih:
And worship your Lord until there comes to you the certainty [i.e., death].
1 Tafsir Ahsanul Bayaan
আর তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত কর। [১]
[১] মুশরিকরা নবী (সাঃ)-কে যাদুকর, পাগল, গণক ইত্যাদি বলত। আর মানুষ হওয়ার কারণে তিনি এ সব কথায় দুঃখ পেতেন। মহান আল্লাহ সান্তনা দিয়ে বললেন, তুমি প্রশংসা কর, নামায পড় এবং নিজ আল্লাহর এবাদত কর। যাতে তোমার অন্তর শান্তি লাভ করবে এবং আল্লাহর সাহায্য আসবে। সিজদাকারী বলতে নামাযী ও ইয়াকীন বলতে মৃত্যুকে বুঝানো হয়েছে।