Skip to main content

يَخَافُوْنَ رَبَّهُمْ مِّنْ فَوْقِهِمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ ࣖ ۩   ( النحل: ٥٠ )

They fear
يَخَافُونَ
তারা ভয় করে
their Lord
رَبَّهُم
তাদের রবকে
above them
مِّن
অবস্থানরত
above them
فَوْقِهِمْ
উপরে তাদের
and they do
وَيَفْعَلُونَ
এবং তারা করে
what
مَا
যা
they are commanded
يُؤْمَرُونَ۩
তাদের নির্দেশ দেয়া হয়

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তারা তাদের উপরে আল্লাহকে ভয় করে আর তারা তা-ই করে যা তাদেরকে আদেশ দেয়া হয়। [সাজদাহ]

English Sahih:

They fear their Lord above them, and they do what they are commanded.

1 Tafsir Ahsanul Bayaan

তারা ভয় করে তাদের উপরে তাদের প্রতিপালককে[১] এবং তারা তা করে, যা তাদেরকে আদেশ করা হয়। [২] (সাজদাহ-৩)

[১] আল্লাহর ভয়ে ভীত ও সন্ত্রস্ত থাকে।

[২] আল্লাহর আদেশের অন্যথা করে না বরং যা আদেশ করা হয়, তারা তাই করে। আর যা থেকে নিষেধ করা হয়, তা থেকে তারা দূরে থাকে। (এই আয়াত পাঠ করার পর সিজদা করা মুস্তাহাব। সিজদার আহকাম জানতে সূরা আ'রাফের শেষ আয়াতের ৭;২০৬ টীকা দেখুন।)