فَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَيْكَ الْبَلٰغُ الْمُبِيْنُ ( النحل: ٨٢ )
Then if
فَإِن
অতঃপর যদি
they turn away
تَوَلَّوْا۟
তারা মুখ ফিরায়
then only
فَإِنَّمَا
তবে কেবল
upon you
عَلَيْكَ
তোমার উপর দায়িত্ব
(is) the conveyance
ٱلْبَلَٰغُ
(দীনের দাওয়াত) পৌঁছানো
the clear
ٱلْمُبِينُ
সুস্পষ্টভাবে
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে (জোরপূর্বক তাদেরকে সঠিক পথে আনা তোমার দায়িত্ব নয়) তোমার দায়িত্ব কেবল স্পষ্টভাবে বাণী পৌঁছে দেয়া।
English Sahih:
But if they turn away, [O Muhammad] – then only upon you is [responsibility for] clear notification.