Skip to main content

وَقُلِ
এবং বলো
ٱلْحَمْدُ
"সব প্রশংসাই
لِلَّهِ
জন্যে আল্লাহ তা'লার
ٱلَّذِى
যিনি
لَمْ
নি
يَتَّخِذْ
গ্রহণ করেন
وَلَدًا
পুত্রসন্তান
وَلَمْ
আর না
يَكُن
আছে
لَّهُۥ
জন্যে তাঁর
شَرِيكٌ
কোনো অংশীদার
فِى
মধ্যে
ٱلْمُلْكِ
সার্বভৌমত্বে
وَلَمْ
এবং না (প্রয়োজন)
يَكُن
আছে
لَّهُۥ
জন্যে তাঁর
وَلِىٌّ
কোনো অভিভাবক
مِّنَ
থেকে
ٱلذُّلِّۖ
(এমন কোন) দুর্বলতা
وَكَبِّرْهُ
এবং তাঁর মাহাত্ম্য ঘোষণা করো
تَكْبِيرًۢا
(পূর্ণভাবে) মাহাত্ম্য"

বল, ‘সকল প্রশংসাই আল্লাহর যিনি সন্তান গ্রহণ করেন না, যাঁর শাসন-কর্তৃত্বে কোন অংশীদার নেই, দুর্দশাগ্রস্ত হওয়া থেকে বাঁচার জন্য যাঁর কোন অভিভাবকের প্রয়োজন হয় না। অতএব পূর্ণ শ্রেষ্ঠত্বে তাঁর শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।

ব্যাখ্যা