Skip to main content

۞ فَحَمَلَتْهُ فَانْتَبَذَتْ بِهٖ مَكَانًا قَصِيًّا   ( مريم: ٢٢ )

So she conceived him
فَحَمَلَتْهُ
তাকে সে অতঃপর গর্ভধারণ করলো
and she withdrew
فَٱنتَبَذَتْ
অতঃপর সে পৃথক হয়ে গেলো
with him
بِهِۦ
তা নিয়ে
(to) a place
مَكَانًا
স্থানে
remote
قَصِيًّا
দূরবর্তী

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর ছেলে তার গর্ভে আসল। তখন সে তা নিয়ে দূরবর্তী জায়গায় চলে গেল।

English Sahih:

So she conceived him, and she withdrew with him to a remote place.

1 Tafsir Ahsanul Bayaan

অতঃপর সে গর্ভে সন্তান ধারণ করল ও তাকে নিয়ে এক দূরবর্তী স্থানে চলে গেল।