وَنَسُوْقُ الْمُجْرِمِيْنَ اِلٰى جَهَنَّمَ وِرْدًا ۘ ( مريم: ٨٦ )
And We will drive
وَنَسُوقُ
এবং তাড়িয়ে নিয়ে যাবো আমরা
the criminals
ٱلْمُجْرِمِينَ
অপরাধীদেরকে
to
إِلَىٰ
দিকে
Hell
جَهَنَّمَ
জাহান্নামের
thirsty
وِرْدًا
তৃষ্ণার্ত অবস্থায়
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আর আমি অপরাধীদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাব (যেভাবে পিপাসার্ত গরু বাছুরকে পানির দিকে তাড়িয়ে নেয়া হয়)।
English Sahih:
And will drive the criminals to Hell in thirst
1 Tafsir Ahsanul Bayaan
এবং অপরাধীদেরকে পিপাসার্ত অবস্থায় জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাব। [১]
[১] وَفد শব্দটি وَافِد শব্দের বহুবচন, যেমন رَكب শব্দটি رَاكِب শব্দের বহুবচন। অর্থ এই যে, সেদিন পরহেযগার ও সাধানীদেরকে উট ও ঘোড়ার উপর চড়িয়ে অত্যন্ত ইয্যত ও সম্মানের সাথে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। وِردًا এর অর্থ পিপাসার্ত। অর্থাৎ, তাঁদের বিপরীত অপরাধীদেরকে ক্ষুধার্ত ও পিপাসিত অবস্থায় জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে।