Skip to main content

ثُمَّ قَسَتْ قُلُوْبُكُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ اَوْ اَشَدُّ قَسْوَةً ۗ وَاِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْاَنْهٰرُ ۗ وَاِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاۤءُ ۗوَاِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللّٰهِ ۗوَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ  ( البقرة: ٧٤ )

thumma
ثُمَّ
Then
পরে
qasat
قَسَتْ
hardened
কঠিন হয়ে গেল
qulūbukum
قُلُوبُكُم
your hearts
তোমাদের অন্তরগুলো
min
مِّنۢ
from
থেকে
baʿdi
بَعْدِ
after
পরে
dhālika
ذَٰلِكَ
that
এর
fahiya
فَهِىَ
so they
তা অতঃপর (হয়ে গেল)
kal-ḥijārati
كَٱلْحِجَارَةِ
(became) like [the] stones
মতো পাথরে
aw
أَوْ
or
অথবা (তার চেয়েও)
ashaddu
أَشَدُّ
stronger
অধিকতর
qaswatan
قَسْوَةًۚ
(in) hardness
কঠিন
wa-inna
وَإِنَّ
And indeed
অথচ নিশ্চয়ই
mina
مِنَ
from
কিছু
l-ḥijārati
ٱلْحِجَارَةِ
the stones
পাথর (এমনও আছে)
lamā
لَمَا
certainly (there are some) which
অবশ্যই যা
yatafajjaru
يَتَفَجَّرُ
gush forth
ফেটে বের হয়
min'hu
مِنْهُ
from it
তা হতে
l-anhāru
ٱلْأَنْهَٰرُۚ
[the] rivers
ঝর্ণাধারা
wa-inna
وَإِنَّ
and indeed
এবং নিশ্চয়ই
min'hā
مِنْهَا
from them
তার কিছু (এমনও আছে)
lamā
لَمَا
certainly (there are some) which
অবশ্যই যা
yashaqqaqu
يَشَّقَّقُ
split
ফেটে যায়
fayakhruju
فَيَخْرُجُ
so comes out
অতঃপর বের হয়
min'hu
مِنْهُ
from it
তা থেকে
l-māu
ٱلْمَآءُۚ
[the] water
পানি
wa-inna
وَإِنَّ
and indeed
এবং নিশ্চয়ই
min'hā
مِنْهَا
from them
তার কিছু (এমনও আছে)
lamā
لَمَا
certainly (there are some) which
অবশ্যই যা
yahbiṭu
يَهْبِطُ
fall down
ধসে পড়ে
min
مِنْ
from
কারণে
khashyati
خَشْيَةِ
fear
ভয়ের
l-lahi
ٱللَّهِۗ
(of) Allah
আল্লাহ্‌র
wamā
وَمَا
And not
এবং না
l-lahu
ٱللَّهُ
(is) Allah
আল্লাহ্‌
bighāfilin
بِغَٰفِلٍ
unaware
অনবহিত
ʿammā
عَمَّا
of what
তাহতে যা
taʿmalūna
تَعْمَلُونَ
you do
তোমরা করছো

Summa qasat quloobukum mim ba'di zaalika fahiya kalhijaarati aw-ashaadu qaswah; wa inna minal hijaarati lamaa yatafajjaru minhul anhaar; wa inna minhaa lamaa yash shaqqaqu fayakhruju minhul maaa'; wa inna minhaa lamaa yahbitu min khashyatil laa; wa mal laahu bighaafilin 'ammaa ta'maloon (al-Baq̈arah ২:৭৪)

English Sahih:

Then your hearts became hardened after that, being like stones or even harder. For indeed, there are stones from which rivers burst forth, and there are some of them that split open and water comes out, and there are some of them that fall down for fear of Allah. And Allah is not unaware of what you do. (Al-Baqarah [2] : 74)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

এরপরও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, তা পাথর কিংবা তদপেক্ষা কঠিন। কতক পাথরও এমন আছে যে তা হতে ঝর্ণাধারা প্রবাহিত হয় এবং কতক এরূপ যে, ফেটে যাওয়ার পর তা হতে পানি নির্গত হয়। আবার কতক এমন যা আল্লাহর ভয়ে ধ্বসে পড়ে এবং তোমরা যা কর আল্লাহ সে সম্বন্ধে বেখেয়াল নন। (আল বাকারা [২] : ৭৪)

1 Tafsir Ahsanul Bayaan

এর পরও তোমাদের হূদয় কঠিন হয়ে গেল; (১) তা পাষাণ কিংবা তার থেকেও কঠিনতর, কিছু পাথর এমন আছে যে, তা থেকে নদী-নালা প্রবাহিত হয় এবং কিছু পাথর এমন আছে যে, বিদীর্ণ হওয়ার পর তা থেকে পানি নির্গত হয়। আবার কিছু পাথর এমন আছে, যা আল্লাহর ভয়ে ধসে পড়ে। (২) বস্তুতঃ তোমরা যা কর সে সম্বন্ধে আল্লাহ উদাসীন নন।

(১) অর্থাৎ, বিগত মু'জিযাসমূহ এবং হতকে পুনরায় জীবিত করার এই জলজ্যান্ত ঘটনা দেখার পরও তোমাদের অন্তরে আল্লাহর প্রতি প্রত্যাবর্তনের উৎসাহ এবং তাওবা ও ক্ষমা প্রার্থনা করার আগ্রহ সৃষ্টি না হয়ে উলটো তোমাদের হূদয় পাথরের মত কঠিন বরং তার চেয়েও শক্ত হয়ে গেল! আর হূদয় কঠিন হয়ে যাওয়া ব্যক্তি ও উম্মতের জন্য বড়ই ক্ষতিকর। অন্তর কঠিন হওয়া এই কথারই নিদর্শন যে, সেই অন্তর থেকে প্রভাব-প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার যোগ্যতা এবং সত্যকে গ্রহণ করার ক্ষমতা নিঃশেষ হয়ে গেছে। এরপর তার সংশোধনের আশা কম, বরং সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাওয়ারই আশঙ্কা বেশী থাকে। এই জন্যই ঈমানদারদেরকে তাগিদ করা হয়েছে যে, {وَلا يَكُونُوا كَالَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ الْأَمَدُ فَقَسَتْ قُلُوبُهُمْ} "তারা (ঈমানদারগণ) তাদের মত যেন না হয়, যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল। অতঃপর তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হলে তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে।" (সূরা আল-হাদীদ ৫৭;১৬)

(২) এই আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে, পাথর কঠিন ও শক্ত হওয়া সত্ত্বেও তা থেকে উপকার পাওয়া যায়, তার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং এক প্রকার চেতনা ও অনুভূতি শক্তি তার মধ্যেও বিদ্যমান থাকে। যেমন মহান আল্লাহ বলেন,

{تُسَبِّحُ لَهُ السَّمَاوَاتُ السَّبْعُ وَالْأَرْضُ وَمَنْ فِيهِنَّ وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ} (الاسراء;৪৪)

অধিক জানার জন্য সূরা বানী-ইস্রাঈলের ১৭;৪৪ নং আয়াতের পাদটীকা দ্রষ্টব্য।