Skip to main content

وَجَعَلْنَا السَّمَاۤءَ سَقْفًا مَّحْفُوْظًاۚ وَهُمْ عَنْ اٰيٰتِهَا مُعْرِضُوْنَ   ( الأنبياء: ٣٢ )

And We made
وَجَعَلْنَا
এবং আমরা বানিয়েছি
the sky
ٱلسَّمَآءَ
আকাশকে
a roof
سَقْفًا
ছাদস্বরূপ
protected
مَّحْفُوظًاۖ
সুরক্ষিত
But they
وَهُمْ
অথচ তারা
from
عَنْ
থেকে
its Signs
ءَايَٰتِهَا
তাঁর নিদর্শনাবলী
turn away
مُعْرِضُونَ
মুখ ফিরিয়ে নিচ্ছে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ, কিন্তু এ সবের নিদর্শন থেকে তারা মুখ ফিরিয়ে নেয়।

English Sahih:

And We made the sky a protected ceiling, but they, from its signs, are turning away.

1 Tafsir Ahsanul Bayaan

এবং আকাশকে করেছি সুরক্ষিত ছাদ স্বরূপ। [১] কিন্তু তারা আকাশস্থ নিদর্শনাবলী হতে মুখ ফিরিয়ে নেয়।

[১] 'সুরক্ষিত ছাদ' অর্থাৎ, পৃথিবীর জন্য সুরক্ষিত ছাদ; যেমন তাঁবু বা গম্বুজের ছাদ হয়। অথবা এই অর্থে সুরক্ষিত যে, আল্লাহ তাকে পৃথিবীর উপর পতিত হওয়া থেকে রক্ষা করেছেন। নচেৎ আকাশ যদি পৃথিবীর উপর ভেঙ্গে পড়ে, তাহলে পৃথিবীর সমস্ত শৃঙ্খলা বিনষ্ট হয়ে পড়বে। অথবা তা শয়তানসমূহ হতে সুরক্ষিত, যেমন তিনি বলেছেন,{وَحَفِظْنَاهَا مِن كُلِّ شَيْطَانٍ رَّجِيمٍ} অর্থাৎ, আমি আকাশকে প্রত্যেক বিতাড়িত শয়তান হতে সুরক্ষিত করেছি। (হিজরঃ ১৭)