Skip to main content

সূরা আল-ফুরকান শ্লোক 76

خَٰلِدِينَ
চিরস্থায়ী হবে
فِيهَاۚ
তার মধ্যে
حَسُنَتْ
কত উত্তম হবে
مُسْتَقَرًّا
বিশ্রামাগার
وَمُقَامًا
আর (কত উত্তম) বাসস্থান

তাফসীর তাইসীরুল কুরআন:

সেখানে তারা চিরকাল থাকবে, আবাসস্থল ও অবস্থানস্থল হিসেবে তা কতই না উৎকৃষ্ট!

1 আহসানুল বায়ান | Tafsir Ahsanul Bayaan

সেখানে তারা চিরকাল থাকবে। আশ্রয়স্থল ও বসতি হিসাবে তা কত উৎকৃষ্ট!

2 আবু বকর মুহাম্মাদ যাকারিয়া | Tafsir Abu Bakr Zakaria

সেখানে তারা স্থায়ী হবে। অবস্থানস্থল ও বাসস্থান হিসেবে তা কত উৎকৃষ্ট!


3 আল-বায়ান ফাউন্ডেশন | Tafsir Bayaan Foundation

সেখানে তারা স্থায়ী হবে। অবস্থানস্থল ও আবাসস্থল হিসেবে তা কতইনা উৎকৃষ্ট!

4 মুহিউদ্দীন খান | Muhiuddin Khan

তথায় তারা চিরকাল বসবাস করবে। অবস্থানস্থল ও বাসস্থান হিসেবে তা কত উত্তম।

5 জহুরুল হক | Zohurul Hoque

সেখানে তারা স্থায়ীভাবে থাকবে, -- বিশ্রামস্থল ও বাসস্থান হিসাবে কত সুন্দর!