Skip to main content

فَافْتَحْ بَيْنِيْ وَبَيْنَهُمْ فَتْحًا وَّنَجِّنِيْ وَمَنْ مَّعِيَ مِنَ الْمُؤْمِنِيْنَ   ( الشعراء: ١١٨ )

So judge
فَٱفْتَحْ
সুতরাং মীমাংসা করো
between me
بَيْنِى
মাঝে আমার
and between them
وَبَيْنَهُمْ
ও মাঝে তাদের
(with decisive) judgment
فَتْحًا
(চূড়ান্ত) মীমাংসা
and save me
وَنَجِّنِى
এবং আমাকে রক্ষা করো
and who
وَمَن
ও যারা (আছে)
(are) with me
مَّعِىَ
আমার সাথে
of
مِنَ
(অর্থাৎ ) মধ্য থেকে
the believers"
ٱلْمُؤْمِنِينَ
মু'মিন"

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

কাজেই তুমি আমার ও তাদের মধ্যে ফয়সালা ক’রে দাও, আর আমাকে ও আমার সঙ্গী মু’মিনদেরকে ক্ষমা কর।’

English Sahih:

Then judge between me and them with decisive judgement and save me and those with me of the believers."

1 Tafsir Ahsanul Bayaan

সুতরাং আমার ও ওদের মধ্যে স্পষ্ট মীমাংসা করে দাও এবং আমাকে ও আমার সাথে যেসব বিশ্বাসী আছে তাদেরকে রক্ষা কর।’