Skip to main content

وَاَنْۢبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّنْ يَّقْطِيْنٍۚ   ( الصافات: ١٤٦ )

And We caused to grow
وَأَنۢبَتْنَا
এবং আমরা উৎপন্ন করলাম
over him
عَلَيْهِ
তার জন্যে
a plant
شَجَرَةً
গাছ
of
مِّن
থেকে
gourd
يَقْطِينٍ
লাউগাছ

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর আমি তার উপর লাউ-কুমড়া জাতীয় লতা-পাতাযুক্ত একটা গাছ বের করে দিলাম।

English Sahih:

And We caused to grow over him a gourd vine.

1 Tafsir Ahsanul Bayaan

পরে আমি (তাকে ছায়া দেওয়ার জন্য) এক লাউগাছ উদগত করলাম; [১]

[১] يَقْطِين ঐ সকল লতা গাছকে বলা হয়, যা নিজ কান্ডের উপর দাঁড়াতে পারে না, যেমন লাউ, কুমড়া ইত্যাদির গাছ। অর্থাৎ, সেই বালুচরে, যেখানে না কোন গাছ-পালা ছিল আর না ছিল কোন ঘর-বাড়ী । সেখানে একটি ছায়াবিশিষ্ট বৃক্ষ উদগত করে তাকে রক্ষা করলাম।