Skip to main content

اِنَّ يَوْمَ الْفَصْلِ مِيْقَاتُهُمْ اَجْمَعِيْنَ ۙ   ( الدخان: ٤٠ )

Indeed
إِنَّ
নিশ্চয়ই (আসবে)
(the) Day of Judgment
يَوْمَ
দিন
(the) Day of Judgment
ٱلْفَصْلِ
মীমাংসার
(is) an appointed term for them
مِيقَٰتُهُمْ
তাদের নির্ধারিত সময়ে
all
أَجْمَعِينَ
সকলেরই

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

ফয়সালার দিনটি তাদের সবারই নির্ধারিত সময় ।

English Sahih:

Indeed, the Day of Judgement is the appointed time for them all –

1 Tafsir Ahsanul Bayaan

সকলের জন্য ওদের বিচার দিন নির্ধারিত রয়েছে। [১]

[১] এটাই হল সেই আসল উদ্দেশ্য, যার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে এবং আকাশমন্ডলী ও পৃথিবীকেও।