Skip to main content

وَالنَّخْلَ بٰسِقٰتٍ لَّهَا طَلْعٌ نَّضِيْدٌۙ  ( ق: ١٠ )

And the palms trees
وَٱلنَّخْلَ
এবং খেজুর গাছসমূহ
tall -
بَاسِقَٰتٍ
উঁচু
for it
لَّهَا
তার আছে
(are) layers
طَلْعٌ
খেজুর গুচ্ছ
arranged
نَّضِيدٌ
থরে থরে সাজানো

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর উঁচু খেজুর গাছ যাতে আছে খেজুর গুচ্ছ স্তরে স্তরে সাজানো।

English Sahih:

And lofty palm trees having fruit arranged in layers –

1 Tafsir Ahsanul Bayaan

আর উঁচু উঁচু খেজুর বৃক্ষ; যাতে আছে কাঁদি কাঁদি খেজুর --[১]

[১] بَاسِقَاتٌ এর অর্থ طِوَالًا شَاهِقَاتٍ সুউচ্চ। طَلْعٌ বলে সেই জালি খেজুরকে যা প্রাথমিক অবস্থায় (মোচার ভিতরে) থাকে। نَضِيْدٌ এর অর্থ স্তরে স্তরে (বা থোকায় থোকায়) বিন্যস্ত। 'বহু বাগান'-এর আওতায় খেজুরের গাছও এসে যায়। তবুও তাকে পৃথকভাবে বিশেষ করে উল্লেখ করেছেন। এ থেকে খেজুরের সেই গুরুত্ব স্পষ্ট হয়ে যায়, যা আরববাসীদের কাছে রয়েছে।