Skip to main content

مَنْ خَشِيَ الرَّحْمٰنَ بِالْغَيْبِ وَجَاۤءَ بِقَلْبٍ مُّنِيْبٍۙ  ( ق: ٣٣ )

Who
مَّنْ
যে
feared
خَشِىَ
ভয় করত
the Most Gracious
ٱلرَّحْمَٰنَ
দয়াময়কে
in the unseen
بِٱلْغَيْبِ
না দেখেই
and came
وَجَآءَ
এবং এসেছে
with a heart
بِقَلْبٍ
অন্তরসহ
returning
مُّنِيبٍ
বিনীত

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যে না দেখেই দয়াময় (আল্লাহকে) ভয় করত, আর আল্লাহর নির্দেশ পালনের জন্য বিনয়ে অবনত অন্তর নিয়ে উপস্থিত হত।

English Sahih:

Who feared the Most Merciful in the unseen and came with a heart returning [in repentance].

1 Tafsir Ahsanul Bayaan

যারা না দেখে পরম দয়াময়কে ভয় করে এবং (আল্লাহ)-অভিমুখী চিত্তে উপস্থিত হয়। [১]

[১] مُنِيْبٌ আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী, অভিমুখী ও তাঁর আনুগত্যশীল অন্তর। কিংবা অর্থ سَلِيْمٍ শিরক এবং পাপাচারের অপবিত্রতা থেকে পবিত্র অন্তর।