Skip to main content

وَكُلُّ شَيْءٍ فَعَلُوْهُ فِى الزُّبُرِ   ( القمر: ٥٢ )

And every
وَكُلُّ
এবং প্রত্যেক
thing
شَىْءٍ
জিনিস
they did
فَعَلُوهُ
যা তারা করেছে
(is) in
فِى
মধ্যে আছে
the written records
ٱلزُّبُرِ
খাতাসমূহের (লিপিবদ্ধ)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তারা যা কিছু করেছে তা আছে ‘আমালনামায়,

English Sahih:

And everything they did is in written records.

1 Tafsir Ahsanul Bayaan

তারা যা কিছু করেছে, তার প্রত্যেকটাই আমল-নামায় (লিপিবদ্ধ) আছে। [১]

[১] বা দ্বিতীয় অর্থ হল, 'লওহে মাহ্ফূযে' লিপিবদ্ধ আছে।