فِيْ جَنّٰتٍ ۛ يَتَسَاۤءَلُوْنَۙ ( المدثر: ٤٠ )
asking each other
يَتَسَآءَلُونَ
জিজ্ঞাসা পরস্পরে করবে
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তারা থাকবে জান্নাতে। তারা পরস্পরকে জিজ্ঞেস করবে
English Sahih:
[Who will be] in gardens, questioning each other
1 Tafsir Ahsanul Bayaan
তারা থাকবে জান্নাতে এবং তারা জিজ্ঞাসাবাদ করবে--
2 Tafsir Abu Bakr Zakaria
বাগ-বাগিচার মধ্যে তারা একে অপরকে জিজ্ঞেস করবে –
3 Tafsir Bayaan Foundation
বাগ-বাগিচার মধ্যে তারা একে অপরকে জিজ্ঞাসা করবে,
4 Muhiuddin Khan
তারা থাকবে জান্নাতে এবং পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে।
5 Zohurul Hoque
জান্নাতে, তারা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে --
- القرآن الكريم - المدثر٧٤ :٤٠
Al-Muddassir 74:40