Skip to main content

আল ক্বেয়ামাহ শ্লোক ৫

بَلْ يُرِيْدُ الْاِنْسَانُ لِيَفْجُرَ اَمَامَهٗۚ  ( القيامة: ٥ )

Nay!
بَلْ
বরং
Desires
يُرِيدُ
চায়ে
[the] man
ٱلْإِنسَٰنُ
মানুষ
to give (the) lie
لِيَفْجُرَ
কুকর্ম করার জন্য
(to) what is before him
أَمَامَهُۥ
তার ভবিষ্যতেও

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

কিন্তু মানুষ তার আগামী দিনগুলোতেও পাপাচার করতে চায়।

English Sahih:

But man desires to continue in sin.

1 Tafsir Ahsanul Bayaan

বরং মানুষ তার আগামীতেও পাপ করতে চায়; [১]

[১] অর্থাৎ, এই বিশ্বাসে পাপাচরণ এবং সত্যকে অস্বীকার করে যে, কিয়ামত আসবে না।