Skip to main content

وَالصُّبْحِ اِذَا تَنَفَّسَۙ  ( التكوير: ١٨ )

And the dawn
وَٱلصُّبْحِ
শপথ প্রভাতের
when
إِذَا
যখন
it breathes
تَنَفَّسَ
শ্বাস নেয়

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর ঊষার যখন তা নিঃশ্বাস ফেলে অন্ধকারকে বের করে দেয়,

English Sahih:

And by the dawn when it breathes [i.e., stirs]

1 Tafsir Ahsanul Bayaan

আর ঊষার, যখন তার আবির্ভাব হয়। [১]

[১] অর্থাৎ, যখন সে প্রকাশ পায় ও উদয় হয় অথবা উজ্জ্বল হয়ে বের হয়ে আসে।