Skip to main content

আল ইনশিক্বাক্ব শ্লোক ১৬

فَلَآ اُقْسِمُ بِالشَّفَقِۙ   ( الإنشقاق: ١٦ )

But nay!
فَلَآ
অতএব না
I swear
أُقْسِمُ
আমি শপথ করছি
by the twilight glow
بِٱلشَّفَقِ
পশ্চিম দিগন্তের সান্ধ্য লালিমার

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আমি শপথ করি সন্ধ্যাকালীন লালিমার,

English Sahih:

So I swear by the twilight glow

1 Tafsir Ahsanul Bayaan

আমি শপথ করি অস্তরাগের [১]

[১] شفق (অস্তরাগ) সেই লালবর্ণের আভাকে বলা হয় যা সূর্যাস্তের পর পশ্চিম আকাশে প্রকাশ পায় এবং তা এশার ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত বাকী থাকে।