Skip to main content

আল ইনশিক্বাক্ব শ্লোক ২১

وَاِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْاٰنُ لَا يَسْجُدُوْنَ ۗ ۩   ( الإنشقاق: ٢١ )

And when
وَإِذَا
এবং যখন
is recited
قُرِئَ
পাঠ করা হয়
to them
عَلَيْهِمُ
তাদের কাছে
the Quran
ٱلْقُرْءَانُ
কুর'আন
not
لَا
না
they prostrate?
يَسْجُدُونَ۩
তারা সিজদা করে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর তাদের কাছে যখন কুরআন পাঠ করা হয় তখন সাজদাহ করে না?[সাজদাহ]

English Sahih:

And when the Quran is recited to them, they do not prostrate [to Allah]?

1 Tafsir Ahsanul Bayaan

এবং তাদের নিকট কুরআন পঠিত হলে তারা সিজদাহ করে না? [১] সাজদাহ

[১] হাদীসসমূহ থেকে এখানে নবী (সাঃ) এবং সাহাবীগণের সিজদা করার কথা প্রমাণিত আছে। (অতএব এ আয়াত পাঠ করার পর সিজদা করা মুস্তাহাব। সিজদার আহকাম জানতে সূরা আ'রাফের শেষ আয়াতের ৭;২০৬ টীকা দেখুন।)