وَتَأْكُلُوْنَ التُّرَاثَ اَكْلًا لَّمًّاۙ ( الفجر: ١٩ )
And you consume
وَتَأْكُلُونَ
এবং তোমরা খাও
the inheritance
ٱلتُّرَاثَ
উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ
altogether
لَّمًّا
সম্পূর্ণরূপে
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আর তোমরা উত্তরাধিকারীদের সব সম্পদ খেয়ে ফেল।
English Sahih:
And you consume inheritance, devouring [it] altogether,
1 Tafsir Ahsanul Bayaan
এবং উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পূর্ণরূপে আত্মসাৎ করে থাক। [১]
[১] অর্থাৎ, যে কোন উপায়েই লাভ হোক; চাহে হালাল উপায়ে অথবা হারাম উপায়ে। لَمًّا শব্দের অর্থ হল جَمعًا অর্থাৎ, সম্পূর্ণরূপে।
2 Tafsir Abu Bakr Zakaria
আর তোমরা উত্তরাধিকারের সম্পদ সম্পূর্ণরূপে খেয়ে ফেল [১],
[১] এখানে তাদের তৃতীয় মন্দ অভ্যাস বর্ণনা করা হয়েছে যে, তোমরা হালাল ও সব রকম ওয়ারিশী সম্পত্তি একত্রিত করে খেয়ে ফেল [ইবন কাসীর]
3 Tafsir Bayaan Foundation
আর তোমরা উত্তরাধিকারের সম্পত্তি সম্পূর্ণরূপে ভক্ষণ কর।
4 Muhiuddin Khan
এবং তোমরা মৃতের ত্যাজ্য সম্পত্তি সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেল
5 Zohurul Hoque
আর তোমরা গ্রাস করে ফেল উত্তরাধিকার স্বত্ব পুরোপুরি গলাধঃকরণে;
- القرآن الكريم - الفجر٨٩ :١٩
Al-Fajr 89:19