Skip to main content

وَمَا مَنَعَهُمْ اَنْ تُقْبَلَ مِنْهُمْ نَفَقٰتُهُمْ اِلَّآ اَنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَبِرَسُوْلِهٖ وَلَا يَأْتُوْنَ الصَّلٰوةَ اِلَّا وَهُمْ كُسَالٰى وَلَا يُنْفِقُوْنَ اِلَّا وَهُمْ كٰرِهُوْنَ   ( التوبة: ٥٤ )

And not
وَمَا
এবং না
prevents them
مَنَعَهُمْ
নিষেধ করা হয়েছে তাদেরকে
that
أَن
যে
is accepted
تُقْبَلَ
গ্রহণ করা হবে
from them
مِنْهُمْ
থেকে তাদের
their contributions
نَفَقَٰتُهُمْ
অর্থ সাহায্য তাদের
except
إِلَّآ
এ ছাড়া (অন্য কোনো কারণে)
that they
أَنَّهُمْ
যে তারা
disbelieve
كَفَرُوا۟
অবিশ্বাস করেছে
in Allah
بِٱللَّهِ
উপর আল্লাহর
and in His Messenger
وَبِرَسُولِهِۦ
ও উপর রাসূলের তাঁর
and not
وَلَا
এবং না
they come
يَأْتُونَ
তারা আসে
(to) the prayer
ٱلصَّلَوٰةَ
সালাতে
except
إِلَّا
ছাড়া
while they
وَهُمْ
এমতাবস্থায় যে তারা
(are) lazy
كُسَالَىٰ
অলস
and not
وَلَا
এবং না
they spend
يُنفِقُونَ
তারা ব্যয় করে
except
إِلَّا
ছাড়া
while they
وَهُمْ
এমতাবস্থায় যে তারা
(are) unwilling
كَٰرِهُونَ
অনিচ্ছুক

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তাদের কাছ থেকে অর্থ সাহায্য গ্রহণ নিষিদ্ধ করার কারণ এ ছাড়া আর কিছু নয় যে তারা আল্লাহ ও তাঁর রসূলকে অস্বীকার করে, সলাতে আসলে আসে শৈথিল্যভরে আর দান করলেও করে অনিচ্ছা নিয়ে।

English Sahih:

And what prevents their expenditures from being accepted from them but that they have disbelieved in Allah and in His Messenger and that they come not to prayer except while they are lazy and that they do not spend except while they are unwilling.

1 Tafsir Ahsanul Bayaan

আর তাদের দান-খয়রাত গ্রহণযোগ্য না হওয়ার কারণ এ ছাড়া আর কিছুই নয় যে, তারা আল্লাহ ও তাঁর রসূলের সাথে কুফরী করেছে, আর তারা নামাযে শৈথিল্যের সাথেই উপস্থিত হয় এবং তারা অনিচ্ছাকৃতভাবেই দান করে থাকে। [১]

[১] এখানে তাদের স্বাদক্বাহ কবুল না হওয়ার তিনটি কারণ দর্শানো হয়েছে। প্রথম হল, তাদের কুফর ও অবাধ্যাচরণ। দ্বিতীয় হল, শৈথিল্যের সাথে নামায আদায় করা। যেহেতু, না তারা নামাযের সওয়াবের আশা রাখে, আর না-ই তা ত্যাগ করা দরুন শাস্তিকে ভয় করে। কেননা, আশা ও ভয় হল ঈমানের নিদর্শন, যা হতে তারা বঞ্চিত। আর তৃতীয় হল, তারা সন্তুষ্টচিত্তে খুশীর সাথে দান-খয়রাত করে না। আর যে কাজে অন্তর সন্তুষ্ট থাকে না, সে কাজ কবুল হয় কি করে? আসল কথা হল এই তিনটি কারণ এমন যে, তার মধ্যে একটি কারণই আমল কবুল না হওয়ার জন্য যথেষ্ট। তাহলে যে আমলে এই তিনটি কারণই একত্রিত হবে, সে আমল যে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়, তাতে কি কোন সন্দেহ থাকতে পারে?