Skip to main content

فَاَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهٗۙ  ( القارعة: ٦ )

Then as for
فَأَمَّا
অতঃপর তার (ব্যাপার)
(him) whose
مَن
যার
are heavy
ثَقُلَتْ
ভারী হবে
his scales
مَوَٰزِينُهُۥ
তার (পূণ্যের) পাল্লাসমূহ

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর যার (সৎ কর্মের) পাল্লা ভারি হবে।

English Sahih:

Then as for one whose scales are heavy [with good deeds],

1 Tafsir Ahsanul Bayaan

তখন যার (নেকীর) পাল্লা ভারী হবে, [১]

[১] مَوَازِين হল مِيزَان শব্দের বহুবচন। এর অর্থ দাঁড়িপাল্লা; যার দ্বারা (কিয়ামতে) মানুষের আমলনামা ওজন করা হবে। এ ব্যাপারে সূরা আ'রাফ ৭;৮, সূরা কাহফ ১৮;১০৫ ও সূরা আম্বিয়া ২১;৪৭ আয়াতে উল্লেখ হয়েছে। কিছু কিছু উলামা বলেন যে, এখানে مَوَازِين হল مِيزَان শব্দের বহুবচন নয়; বরং তা مَوزُون শব্দের বহুবচন। অর্থাৎ এমন আমল যা আল্লাহর নিকট বিশেষ গুরুত্ব ও ওজন রাখে (তা ভারী অথবা হাল্কা হবে)। (ফাতহুল ক্বাদীর) কিন্তু প্রথম অর্থই বলিষ্ঠ ও সঠিক। উদ্দেশ্য হল, যার নেকী বেশী হবে এবং আমল ওজন হবার সময় তার নেকীর পাল্লা ভারী হয়ে যাবে।