Skip to main content
إِنَّ
নিশ্চয়ই
إِبْرَٰهِيمَ
ইবরাহীম (ছিলো)
لَحَلِيمٌ
সহনশীল অবশ্যই
أَوَّٰهٌ
কোমল হৃদয়ের
مُّنِيبٌ
(আল্লাহ) অভিমূখী

তাফসীর তাইসীরুল কুরআন:

অবশ্যই ইবরাহীম ছিল বড়ই সহিষ্ণু, কোমল হৃদয় আর আল্লাহমুখী।

1 আহসানুল বায়ান | Tafsir Ahsanul Bayaan

নিশ্চয় ইব্রাহীম ছিল বড় সহিষ্ণু প্রকৃতির, কোমল হৃদয়ের, আল্লাহ অভিমুখী।

2 আবু বকর মুহাম্মাদ যাকারিয়া | Tafsir Abu Bakr Zakaria

নিশ্চয় ইবরাহীম অত্যন্ত সহনশীল কমল হৃদয় [১] , সর্বদা আল্লাহ্‌ অভিমুখী।

[১] সূরা আত-তাওবার ১১৪ নং আয়াতের ব্যাখ্যায় এর বিস্তারিত আলোচনা চলে গেছে।

3 আল-বায়ান ফাউন্ডেশন | Tafsir Bayaan Foundation

নিশ্চয় ইবরাহীম অত্যন্ত সহনশীল, অধিক অনুনয় বিনয়কারী, আল্লাহমুখী।

4 মুহিউদ্দীন খান | Muhiuddin Khan

ইব্রাহীম (আঃ) বড়ই ধৈর্য্যশীল, কোমল অন্তর, আল্লাহমুখী সন্দেহ নেই।

5 জহুরুল হক | Zohurul Hoque

নিঃসন্দেহ ইব্রাহীম তো ছিলেন সহনশীল, কোমল হৃদয়, সতত প্রত্যাবর্তনকারী।