কিন্তু তাদের মধ্যে আপনার বাছাই করা বান্দাহদের ছাড়া।’
English Sahih:
Except, among them, Your chosen servants."
1 Tafsir Ahsanul Bayaan
তবে তাদের মধ্যে তোমার একনিষ্ঠ বান্দাগণ ছাড়া।’
2 Tafsir Abu Bakr Zakaria
তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাগণ ছাড়া [১]।
[১] এ বাক্যের দু'টি অর্থ হতে পারে। একটি অর্থ, তোমার জোর খাটবে শুধুমাত্র এমন বিপথগামীদের ওপর যারা তোমাকে অনুসরণ করবে। আমার সত্যিকার বান্দাদের উপর তোমার কোন জোর খাটবে না। আর দ্বিতীয় অর্থটি হচ্ছে, যারা ইখলাসের সাথে ইবাদাত করবে, অন্য কোন দিকে তাকাবে না, তাদের উপর তোমার কোন প্রভাব কাজ করবে না। [ফাতহুল কাদীর]