وَمَا
এবং না
خَلَقْنَا
আমরা সৃষ্টি করেছি
ٱلسَّمَآءَ
আকাশ
وَٱلْأَرْضَ
ও পৃথিবীকে
وَمَا
আর যা কিছু
بَيْنَهُمَا
উভয়ের মাঝে
لَٰعِبِينَ
খেলার ছলে
তাফসীর তাইসীরুল কুরআন:
আসমান, যমীন আর এ দু’য়ের মধ্যে যা কিছু আছে তা আমি খেলতে খেলতে বানাইনি।
1 আহসানুল বায়ান | Tafsir Ahsanul Bayaan
আকাশ ও পৃথিবী এবং যা উভয়ের অন্তর্বর্তী তা আমি খেলাচ্ছলে সৃষ্টি করিনি। [১]
[১] বরং এর পিছনে বেশ কয়েকটি উদ্দেশ্য ও যুক্তি ছিল। যেমন বান্দারা আমার স্মরণ ও কৃতজ্ঞতা করবে, সৎলোকদেরকে সৎকাজের প্রতিদান এবং পাপীদেরকে পাপের শাস্তি দেওয়া হবে ইত্যাদি।
2 আবু বকর মুহাম্মাদ যাকারিয়া | Tafsir Abu Bakr Zakaria
আর আসমান, যমীন ও যা এতদুভয়ের মধ্যে আছে তা আমরা খেলার ছলে সৃষ্টি করিনি।
3 আল-বায়ান ফাউন্ডেশন | Tafsir Bayaan Foundation
আসমান-যমীন ও তাদের মাঝখানে যা কিছু আছে তার কোন কিছুই আমি খেলাচ্ছলে সৃষ্টি করিনি।
4 মুহিউদ্দীন খান | Muhiuddin Khan
আকাশ পৃথিবী এতদুভয়ের মধ্যে যা আছে, তা আমি ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি।
5 জহুরুল হক | Zohurul Hoque
আর আকাশ ও পৃথিবী এবং এ দুইয়ের মধ্যে যা কিছু আছে সে-সমস্ত আমরা খেলাচ্ছলে সৃষ্টি করি নি।