Skip to main content

আল মু'মিনূন শ্লোক ৯৩

قُلْ رَّبِّ اِمَّا تُرِيَنِّيْ مَا يُوْعَدُوْنَ ۙ  ( المؤمنون: ٩٣ )

Say
قُل
বলো (দোয়া করো)
"My Lord!
رَّبِّ
"হে আমার রব
If
إِمَّا
যদি
You should show me
تُرِيَنِّى
আমাকে দেখাও
what
مَا
যা
they are promised
يُوعَدُونَ
তাদের প্রতিশ্রুতি দেয়া হচ্ছে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

বল, ‘হে আমার প্রতিপালক! তুমি যদি আমাকে দেখাও (আমার জীবদ্দশায়) যার প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয়েছে,

English Sahih:

Say, [O Muhammad], "My Lord, if You should show me that which they are promised,

1 Tafsir Ahsanul Bayaan

বল, ‘হে আমার প্রতিপালক! যে বিষয়ে তাদেরকে প্রতিশ্রুতি প্রদান করা হচ্ছে, তা যদি তুমি আমাকে দেখাতে।