Skip to main content

وَهُوَ الَّذِيْ خَلَقَ مِنَ الْمَاۤءِ بَشَرًا فَجَعَلَهٗ نَسَبًا وَّصِهْرًاۗ وَكَانَ رَبُّكَ قَدِيْرًا   ( الفرقان: ٥٤ )

And He
وَهُوَ
এবং তিনিই
(is) the One Who
ٱلَّذِى
যিনি
has created
خَلَقَ
সৃষ্টি করেছেন
from
مِنَ
হ'তে
the water
ٱلْمَآءِ
পানি
human being
بَشَرًا
মানুষকে
and has made (for) him
فَجَعَلَهُۥ
অতঃপর তা স্থাপন করেছেন
blood relationship
نَسَبًا
বংশগত সম্পর্ক
and marriage relationship
وَصِهْرًاۗ
ও বৈবাহিক সম্পর্ক
And is
وَكَانَ
আর হলেন
your Lord
رَبُّكَ
তোমার রব
All-Powerful
قَدِيرًا
(সবকিছুর উপর) শক্তিমান

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তিনিই পানি থেকে সৃষ্টি করেছেন মানুষ, অতঃপর মানুষকে করেছেন বংশ সম্পর্কীয় ও বিবাহ সম্পর্কীয়, তোমার প্রতিপালক সব কিছু করতে সক্ষম।

English Sahih:

And it is He who has created from water [i.e., semen] a human being and made him [a relative by] lineage and marriage. And ever is your Lord competent [concerning creation].

1 Tafsir Ahsanul Bayaan

তিনিই মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন; অতঃপর তিনি মানবজাতির মধ্যে রক্তগত ও বৈবাহিক সন্ধি স্থাপন করেছেন। [১] তোমার প্রতিপালক সর্বশক্তিমান।

[১] نسب বলতে (রক্তগত) আত্মীয়তা যা মা-বাপের সঙ্গে সম্পর্কিত। আর صِهر বলতে (বৈবাহিক) আত্মীয়তা যা বিবাহের পর স্ত্রীর পক্ষ থেকে হয়, যাকে আমরা বৈবাহিক সম্বন্ধ বলে থাকি। এই দুই ধরনের আত্মীয়দের বিস্তারিত আলোচনা সূরা নিসার ৪;২২-২৩ নং আয়াতে করা হয়েছে। দুধ-সম্পর্কিত আত্মীয়তা হাদীসানুসারে বংশগত আত্মীয়তারই শামিল। যেমন, নবী (সাঃ) বলেছেন, يحرم من الرضاع ما يحرم من النسب (বুখারী ২৬৪৫ নং, মুসলিম ১০৭০ নং)