Skip to main content

সূরা আল কাসাস শ্লোক 11

وَقَالَتْ
এবং (তার মা) বললো
لِأُخْتِهِۦ
উদ্দেশ্যে তার বোনের
قُصِّيهِۖ
"পিছনে পিছনে যাও তার"
فَبَصُرَتْ
তাই সে দেখে যেতে থাকলো
بِهِۦ
প্রতি তার
عَن
হ'তে
جُنُبٍ
দূর
وَهُمْ
অথচ তারা
لَا
না
يَشْعُرُونَ
টেরও পেলো

তাফসীর তাইসীরুল কুরআন:

মূসার মা মূসার বোনকে বলল- ‘তার পিছনে পিছনে যাও।’ সে দূর থেকে তাকে দেখছিল কিন্তু তারা টের পায়নি।

1 আহসানুল বায়ান | Tafsir Ahsanul Bayaan

সে মূসার ভগিনীকে[১] বলল, ‘এর পিছনে পিছনে যাও।’ সুতরাং সে ওদের অজ্ঞাতসারে দূর থেকে তাকে লক্ষ্য করছিল। [২]

[১] মূসা (আঃ)-এর ভগ্নির নাম ছিল মারয়্যাম বিন্তে ইমরান। যেমন, ঈসার মাতার নামও ছিল মারয়্যাম বিন্তে ইমরান। উভয়ের নামে ও পিতার নামে ছিল অভিন্নতা।

[২] অতএব তিনি নদীর ধারে ধারে দেখতে দেখতে যাচ্ছিলেন। পরিশেষে তিনি দেখতে পেলেন যে, তাঁর ভাই ফিরআউনের প্রাসাদে পৌঁছে গেল।

2 আবু বকর মুহাম্মাদ যাকারিয়া | Tafsir Abu Bakr Zakaria

আর সে মূসার বোনকে বলল, ‘এর পিছনে পিছনে যাও।’ সে দূর থেকে তাকে দেখছিল অথচ তারা তা উপলব্ধি করতে পারছিল না।

3 আল-বায়ান ফাউন্ডেশন | Tafsir Bayaan Foundation

আর সে মূসার বোনকে বলল, ‘এর পিছনে পিছনে যাও’। সে দূর থেকে তাকে দেখছিল, কিন্তু তারা টের পায়নি।

4 মুহিউদ্দীন খান | Muhiuddin Khan

তিনি মূসার ভগিণীকে বললেন, তার পেছন পেছন যাও। সে তাদের অজ্ঞাতসারে অপরিচিতা হয়ে তাকে দেখে যেতে লাগল।

5 জহুরুল হক | Zohurul Hoque

আর সে তাঁর বোনকে বলল -- ''এর পেছনে পেছনে যাও।’’ কাজেই সে তাঁর প্রতি লক্ষ্য রেখেছিল দূর থেকে, আর তারা বুঝতে পারে নি।