Skip to main content

اِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِيْٓ اَصْلِ الْجَحِيْمِۙ  ( الصافات: ٦٤ )

Indeed it
إِنَّهَا
তা নিশ্চয়ই (এমন)
(is) a tree
شَجَرَةٌ
একটি গাছ (যা)
that grows
تَخْرُجُ
বের হয়
in
فِىٓ
হ'তে
(the) bottom
أَصْلِ
তলদেশ
(of) the Hellfire
ٱلْجَحِيمِ
জাহান্নামের

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

এটা এমন একটা গাছ যা জাহান্নামের তলদেশ থেকে বের হয়।

English Sahih:

Indeed, it is a tree issuing from the bottom of the Hellfire,

1 Tafsir Ahsanul Bayaan

এ বৃক্ষ জাহান্নামের তলদেশ হতে উদগত হয়, [১]

[১] অর্থাৎ, তার মূল ও শিকড় জাহান্নামের তলদেশে হবে, তবে তার ডালপালা সব দিকে ছড়িয়ে থাকবে।