Skip to main content

وَمَآ اَمْرُنَآ اِلَّا وَاحِدَةٌ كَلَمْحٍ ۢبِالْبَصَرِ   ( القمر: ٥٠ )

And not
وَمَآ
এবং না
(is) Our Command
أَمْرُنَآ
আমাদের নির্দেশ (দেওয়া হয়)
but
إِلَّا
এছাড়া যে
one
وَٰحِدَةٌ
একবারই
like the twinkling
كَلَمْحٍۭ
পলকের মতো
(of) the eye
بِٱلْبَصَرِ
চোখের (তা কার্যকর হয়)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আমার আদেশ তো মাত্র একটি কথা- চোখের পলকের মত।

English Sahih:

And Our command is but one, like a glance of the eye.

1 Tafsir Ahsanul Bayaan

আমার আদেশ তো একটি কথায় নিষ্পন্ন হয়, চক্ষুর পলকের মত।