Skip to main content

আল মুরসালাত শ্লোক ৩৮

هٰذَا يَوْمُ الْفَصْلِ جَمَعْنٰكُمْ وَالْاَوَّلِيْنَ   ( المرسلات: ٣٨ )

This
هَٰذَا
এটা
(is the) Day
يَوْمُ
দিন
(of) Judgment;
ٱلْفَصْلِۖ
ফয়সালার
We have gathered you
جَمَعْنَٰكُمْ
তোমাদেরকে আমরা একত্র করেছি
and the former (people)
وَٱلْأَوَّلِينَ
ও (তোমাদের) পূর্ববতীদেরকে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

এটা চূড়ান্ত ফয়সালার দিন, আমি একত্রিত করেছি তোমাদেরকে আর আগের লোকেদেরকে।

English Sahih:

This is the Day of Judgement; We will have assembled you and the former peoples.

1 Tafsir Ahsanul Bayaan

এটাই ফায়সালার দিন, আমি একত্রিত করেছি তোমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে। [১]

[১] এ কথা মহান আল্লাহ বান্দাদেরকে সম্বোধন করে বলবেন। আমি তোমাদের পূর্বাপর সকলকে আমার পরিপূর্ণ শক্তি দ্বারা ফায়সালা করার জন্য একই ময়দানে একত্রিত করে নিয়েছি।