إِنَّآ
নিশ্চয়ই আমরা
أَعْطَيْنَٰكَ
আমরা তোমাকে দিয়েছি
ٱلْكَوْثَرَ
কাউসার
আমি তোমাকে (হাওযে) কাওসার দান করেছি।
فَصَلِّ
সুতরাং তুমি সালাত পড়ো
لِرَبِّكَ
তোমার রবের উদ্দেশ্যে
وَٱنْحَرْ
এবং তুমি কুরবানী করো
কাজেই তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামায আদায় কর এবং কুরবানী কর,
إِنَّ
নিশ্চয়ই
شَانِئَكَ
তোমার দুশমন
هُوَ
সে-ই তো
ٱلْأَبْتَرُ
নির্বংশ
(তোমার নাম-চিহ্ন কোন দিন মুছবে না, বরং) তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নাম চিহ্নহীন- নির্মূল।
القرآن الكريم: | الكوثر |
---|---|
আধিপত্য একটি আয়াত (سجدة): | - |
সূরা নাম (latin): | Al-Kausar |
সূরা না: | 108 |
আয়াত: | 3 |
মোট শব্দ: | 10 |
মোট অক্ষর: | 42 |
রুকু সংখ্যা: | 1 |
অবতীর্ণ: | মক্কা |
উদ্ঘাটন আদেশ: | 15 |
শ্লোক থেকে শুরু: | 6204 |