Skip to main content

فَاَتْبَعُوْهُمْ مُّشْرِقِيْنَ   ( الشعراء: ٦٠ )

So they followed them
فَأَتْبَعُوهُم
অতঃপর তারা পিছু নিলো তাদেরকে
(at) sunrise
مُّشْرِقِينَ
সূর্যোদয়ের সময়

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

কাজেই তারা (অর্থাৎ ফেরাউন গোষ্ঠী) সূর্যোদয়কালে তাদের পশ্চাদ্ধাবন করল।

English Sahih:

So they pursued them at sunrise.

1 Tafsir Ahsanul Bayaan

ওরা সূর্যোদয়কালে তাদের পশ্চাদ্ধাবন করল। [১]

[১] যখন সকাল হল এবং ফিরআউন জানতে পারল যে, বনী-ইস্রাঈল রাত্রে পলায়ন করেছে, তখন তার মর্যাদা ও ক্ষমতায় আঘাত লাগলো এবং সূর্য ওঠার সাথে সাথেই তাদের পিছু ধাওয়া করল।