Skip to main content

اَلْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُنْ مِّنَ الْمُمْتَرِيْنَ  ( آل عمران: ٦٠ )

The truth
ٱلْحَقُّ
(এটাই) প্রকৃত সত্য
(is) from
مِن
পক্ষ হতে
your Lord
رَّبِّكَ
তোমার রবের
so (do) not
فَلَا
অতএব না
be
تَكُن
তুমি হয়ো
among
مِّنَ
অন্তর্ভুক্ত
the doubters
ٱلْمُمْتَرِينَ
সন্দেহকারীদের

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

এ বাস্তব ঘটনা তোমার প্রতিপালকের পক্ষ হতেই, সুতরাং তুমি সংশয়কারীদের অন্তর্ভুক্ত হয়ো না।

English Sahih:

The truth is from your Lord, so do not be among the doubters.

1 Tafsir Ahsanul Bayaan

(এ) সত্য তোমার প্রতিপালকের নিকট থেকে আগত, সুতরাং তুমি সংশয়ীদের অন্তর্ভুক্ত হয়ো না।