Skip to main content

وَمِنَ الْاِبِلِ اثْنَيْنِ وَمِنَ الْبَقَرِ اثْنَيْنِۗ قُلْ ءٰۤالذَّكَرَيْنِ حَرَّمَ اَمِ الْاُنْثَيَيْنِ اَمَّا اشْتَمَلَتْ عَلَيْهِ اَرْحَامُ الْاُنْثَيَيْنِۗ اَمْ كُنْتُمْ شُهَدَاۤءَ اِذْ وَصّٰىكُمُ اللّٰهُ بِهٰذَاۚ فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًا لِّيُضِلَّ النَّاسَ بِغَيْرِ عِلْمٍۗ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ ࣖ   ( الأنعام: ١٤٤ )

And of
وَمِنَ
এবং মধ্য হতে
the camels
ٱلْإِبِلِ
উট (শ্রেণীর)
two
ٱثْنَيْنِ
দু'টি (অর্থাৎ নর ও মাদি)
and of
وَمِنَ
এবং মধ্য হতে
the cows
ٱلْبَقَرِ
গরু (শ্রেণীর)
two
ٱثْنَيْنِۗ
দু'টি (অর্থাৎ নর ও মাদি)
Say
قُلْ
বল
"(Is it) the two males
ءَآلذَّكَرَيْنِ
"কি নর দু'টি
He (has) forbidden
حَرَّمَ
নিষিদ্ধ করেছেন (আল্লাহ)
or
أَمِ
অথবা
the two females
ٱلْأُنثَيَيْنِ
মাদি দু'টিকে
or what
أَمَّا
অথবা যা
contains
ٱشْتَمَلَتْ
ধারণ করেছে
[in it]
عَلَيْهِ
কাছে তার
(the) wombs
أَرْحَامُ
গর্ভসমূহ (বাচ্চা)
(of) the two females?
ٱلْأُنثَيَيْنِۖ
মাদি দু'টির
Or
أَمْ
অথবা
were you
كُنتُمْ
তোমরা ছিলে
witnesses
شُهَدَآءَ
সাক্ষী
when
إِذْ
যখন
enjoined you
وَصَّىٰكُمُ
নির্দেশ দেন তোমাদের
Allah
ٱللَّهُ
আল্লাহ্‌
with this?
بِهَٰذَاۚ
ব্যাপারে এটার
Then who
فَمَنْ
অতএব কে
(is) more unjust
أَظْلَمُ
বড় সীমালঙ্ঘনকারী (হতে পারে)
than (one) who
مِمَّنِ
তার চেয়ে যে
invents
ٱفْتَرَىٰ
রচনা করে
against
عَلَى
উপর
Allah
ٱللَّهِ
আল্লাহ্‌র
a lie
كَذِبًا
মিথ্যা
to mislead
لِّيُضِلَّ
জন্যে পথভ্রষ্ট করার
the people
ٱلنَّاسَ
মানুষকে
without
بِغَيْرِ
ছাড়া
knowledge?
عِلْمٍۗ
কোনো জ্ঞান
Indeed
إِنَّ
নিশ্চয়ই
Allah
ٱللَّهَ
আল্লাহ্‌
(does) not
لَا
না
guide
يَهْدِى
সৎপথ দেখান
the people"
ٱلْقَوْمَ
সম্প্রদায়কে"
the wrongdoing"
ٱلظَّٰلِمِينَ
(যারা) সীমালঙ্ঘনকারী"

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর উটের দু’টি, আর গরুর দু’টি। বল, এদের নর দু’টি কি তিনি হারাম করেছেন, না মাদী দু’টি অথবা মাদী দু’টির গর্ভে যা আছে তা? তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন আল্লাহ এ রকম নির্দেশ দিয়েছিলেন? যে ব্যক্তি মানুষদেরকে পথভ্রষ্ট করার উদ্দেশ্যে কোন রকম ‘ইলম ছাড়াই আল্লাহর সম্বন্ধে মিথ্যে রচনা করে তার থেকে বড় যালিম আর কে হতে পারে? বস্তুতঃ আল্লাহ যালিম সম্প্রদায়কে হিদায়াত দান করেন না।

English Sahih:

And of the camels, two and of the cattle, two. Say, "Is it the two males He has forbidden or the two females or that which the wombs of the two females contain? Or were you witnesses when Allah charged you with this? Then who is more unjust than one who invents a lie about Allah to mislead the people by [something] other than knowledge? Indeed, Allah does not guide the wrongdoing people."

1 Tafsir Ahsanul Bayaan

এবং উট হতে দু’টি ও গরু হতে দু’টি।[১] বল, নর দু’টি কিংবা মাদি দু’টিই কি তিনি নিষিদ্ধ করেছেন অথবা মাদি দু’টির গর্ভে যা আছে তা? আল্লাহ যখন এ সব নির্দেশ দান করেন, তখন কি তোমরা উপস্থিত ছিলে?[২] সুতরাং যে ব্যক্তি অজ্ঞানতাবশতঃ মানুষকে বিভ্রান্ত করার জন্য আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে, তার চেয়ে বড় যালেম আর কে?[৩] নিশ্চয় আল্লাহ সীমালংঘনকারী সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না।

[১] এটাও ثَمَانِيَةَ থেকে 'বদল'। আর এখানেও দুই প্রকার বলতে নর ও মাদী বুঝানো হয়েছে এবং এইভাবে আট প্রকার পূর্ণ হয়ে গেল।

[২] অর্থাৎ, কিছু পশুকে যে তোমরা হারাম গণ্য কর, (এবং মনে কর যে, এগুলিকে আল্লাহ হারাম করেছেন।) তাহলে যখন আল্লাহ এগুলোর হারাম হওয়ার কথা ঘোষণা করেছিলেন, তখন তোমরা কি তাঁর কাছে উপস্থিত ছিলে? অর্থ হল, আল্লাহ তো এগুলোর হারাম হওয়ার ব্যাপারে কোন নির্দেশ দেননি, বরং এ সব তোমাদের মনগড়া এবং এইভাবে তোমরা আল্লাহর উপর মিথ্যারোপ করে থাক।

[৩] অর্থাৎ, সেই হল সব চেয়ে বড় যালেম। হাদীসে আছে রসূল (সাঃ) বলেছেন, "আমি আমর ইবনে লুহাইকে জাহান্নামে তার নাড়ীভুঁড়ি টেনে নিয়ে বেড়াতে দেখলাম। এই ব্যক্তিই সর্বপ্রথম প্রতিমার নামে وصيلة এবং حام ইত্যাদি পশু উৎসর্গ করার প্রথা চালু করেছিল।" (বুখারী, মুসলিম, জান্নাত অধ্যায়) ইমাম ইবনে কাসীর বলেন, আমর ইবনে লুহাই খুযাআহ গোত্রের একজন সর্দার ছিল। জুরহুম গোত্রের পর এ লোকই কা'বা-গৃহের মতোয়াল্লী ছিল। এই ব্যক্তি সর্বপ্রথম ইবরাহীম (আঃ)-এর দ্বীনে পরিবর্তন সাধন করে এবং হিজাযে প্রতিমা প্রতিষ্ঠা করে মানুষদেরকে তার ইবাদত করার দাওয়াত দেয়। সেই সাথে সে শিরকীয় অনেক প্রথার প্রচলন করে। (ইবনে কাসীর) যাই হোক, আয়াতের উদ্দেশ্য হল, মহান আল্লাহ উল্লেখিত আট প্রকার পশু সৃষ্টি করে বান্দাদের প্রতি অনুগ্রহ করেছেন। এগুলোর মধ্য থেকে কোন কোন পশুকে হারাম করে নিলে আল্লাহর এই অনুগ্রহকে প্রত্যাখ্যান করা হয় এবং শিরকীয় কাজ সম্পাদন করাও হয়।