Skip to main content

আত্ব-তারিক্ব শ্লোক ১৭

فَمَهِّلِ الْكٰفِرِيْنَ اَمْهِلْهُمْ رُوَيْدًا ࣖ   ( الطارق: ١٧ )

So give respite
فَمَهِّلِ
তাই অবকাশ দাও
(to) the disbelievers
ٱلْكَٰفِرِينَ
কাফেরদেরকে
Give respite to them -
أَمْهِلْهُمْ
তাদের অবকাশ দাও
little
رُوَيْدًۢا
কিছুক্ষণের

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

কাজেই (এই ষড়যন্ত্রকারী) কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও।

English Sahih:

So allow time for the disbelievers. Leave them awhile.

1 Tafsir Ahsanul Bayaan

অতএব অবিশ্বাসীদেরকে অবকাশ দাও,[১] তাদেরকে অবকাশ দাও কিছুকালের জন্য।

[১] অর্থাৎ, তাদের জন্য তড়িঘড়ি শাস্তি প্রার্থনা করো না; বরং তাদেরকে কিছুকাল ঢিল, সুযোগ অথবা অবকাশ দাও। এখানে رويدًا শব্দটি قليلًا (কিছু পরিমাণ) অথবা قريبًا (কিছু কাল) এর অর্থে ব্যবহার হয়েছে। এই ঢিল বা অবকাশ দেওয়া কাফেরের পক্ষে এক প্রকার আল্লাহর কৌশল। যেমন তিনি বলেছেন, "আমি তাদেরকে ক্রমে ক্রমে এমনভাবে ধ্বংসের দিকে নিয়ে যাব যে, তারা জানতেও পারবে না! আর আমি তাদেরকে ঢিল দিব, নিশ্চয় আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ।" (সূরা আ'রাফ ৭;১৮২-১৮৩ আয়াত)