Skip to main content

وَّعَرَضْنَا جَهَنَّمَ يَوْمَىِٕذٍ لِّلْكٰفِرِيْنَ عَرْضًا ۙ  ( الكهف: ١٠٠ )

And We (will) present
وَعَرَضْنَا
এবং আমরা পেশ করবো
Hell
جَهَنَّمَ
জাহান্নামকে
(on) that Day
يَوْمَئِذٍ
সেদিন
to the disbelievers
لِّلْكَٰفِرِينَ
জন্যে কাফিরদের
(on) display
عَرْضًا
প্রত্যক্ষভাবে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আমি সেদিন জাহান্নামকে কাফিরদের জন্য সরাসরি হাযির করব।

English Sahih:

And We will present Hell that Day to the disbelievers, on display –

1 Tafsir Ahsanul Bayaan

সেদিন আমি জাহান্নামকে প্রত্যক্ষভাবে উপস্থিত করব সত্য প্রত্যাখ্যানকারীদের নিকট।