Skip to main content

قَالَ رَبِّ انْصُرْنِيْ عَلَى الْقَوْمِ الْمُفْسِدِيْنَ ࣖ  ( العنكبوت: ٣٠ )

He said
قَالَ
সে বলেছিলো
"My Lord!
رَبِّ
"হে আমার রব
Help me
ٱنصُرْنِى
আমাকে সাহায্য করো
against
عَلَى
বিরুদ্ধে
the people
ٱلْقَوْمِ
সম্প্রদায়ের
the corrupters"
ٱلْمُفْسِدِينَ
বিপর্যয় সৃষ্টিকারী"

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সে বলল- হে আমার প্রতিপালক! ফাসাদ সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য কর।

English Sahih:

He said, "My Lord, support me against the corrupting people."

1 Tafsir Ahsanul Bayaan

সে বলল,[১] ‘হে আমার প্রতিপালক! বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য কর।’

[১] অর্থাৎ, যখন লূত (আঃ) নিজ জাতির সংস্কার হতে সম্পূর্ণ নিরাশ হয়ে গেলেন, তখন মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করলেন।