Skip to main content

وَاللّٰهُ اَعْلَمُ بِاَعْدَاۤىِٕكُمْ ۗوَكَفٰى بِاللّٰهِ وَلِيًّا ۙوَّكَفٰى بِاللّٰهِ نَصِيْرًا   ( النساء: ٤٥ )

And Allah
وَٱللَّهُ
এবং আল্লাহ
knows better
أَعْلَمُ
খুব জানেন
about your enemies
بِأَعْدَآئِكُمْۚ
তোমাদের শত্রুদের সম্পর্কে
and (is) sufficient
وَكَفَىٰ
এবং যথেষ্ট
Allah
بِٱللَّهِ
আল্লাহই
(as) a Protector
وَلِيًّا
অভিভাবক হিসেবে
and sufficient
وَكَفَىٰ
ও যথেষ্ট
(is) Allah
بِٱللَّهِ
আল্লাহই
(as) a Helper
نَصِيرًا
সাহায্যকারী হিসেবে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আল্লাহ তোমাদের শত্রুদেরকে ভালভাবে জানেন, অভিভাবক হিসেবে আল্লাহ্ই যথেষ্ট এবং সাহায্যকারী হিসেবে আল্লাহ্ই যথেষ্ট।

English Sahih:

And Allah is most knowing of your enemies; and sufficient is Allah as an ally, and sufficient is Allah as a helper.

1 Tafsir Ahsanul Bayaan

বস্তুতঃ আল্লাহ তোমাদের শত্রুদেরকে ভালভাবে জানেন। আর অভিভাবক হিসাবে আল্লাহই যথেষ্ট এবং সাহায্যকারী হিসাবেও আল্লাহই যথেষ্ট।