إِنَّ
নিশ্চয়ই
ٱلْإِنسَٰنَ
মানুষ
لَفِى
অবশ্যই মধ্যে
خُسْرٍ
ক্ষতির
মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে (ডুবে) আছে,
إِلَّا
(তাদের) ছাড়া
ٱلَّذِينَ
যারা
ءَامَنُوا۟
ঈমান এনেছে
وَعَمِلُوا۟
এবং করেছে
ٱلصَّٰلِحَٰتِ
সৎকর্মের
وَتَوَاصَوْا۟
এবং পরস্পরকে উপদেশ দিয়েছে
بِٱلْحَقِّ
সত্যের
وَتَوَاصَوْا۟
ও পরস্পরকে উপদেশ দিয়েছে
بِٱلصَّبْرِ
ধৈর্যের
কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়।
القرآن الكريم: | العصر |
---|---|
আধিপত্য একটি আয়াত (سجدة): | - |
সূরা নাম (latin): | Al-'Asr |
সূরা না: | 103 |
আয়াত: | 3 |
মোট শব্দ: | 14 |
মোট অক্ষর: | 68 |
রুকু সংখ্যা: | 1 |
অবতীর্ণ: | মক্কা |
উদ্ঘাটন আদেশ: | 13 |
শ্লোক থেকে শুরু: | 6176 |