Skip to main content

قَالُوْا بَلْ وَجَدْنَآ اٰبَاۤءَنَا كَذٰلِكَ يَفْعَلُوْنَ   ( الشعراء: ٧٤ )

They said
قَالُوا۟
তারা বললো
"Nay
بَلْ
"(না) বরং
but we found
وَجَدْنَآ
আমরা পেয়েছি
our forefathers
ءَابَآءَنَا
আমাদের বাপ দাদাদেরকে
like that -
كَذَٰلِكَ
এরূপই
doing"
يَفْعَلُونَ
তারা করতেন"

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তারা বলল- ‘না তবে আমরা আমাদের পিতৃদেরকে এরকম করতে দেখেছি।’

English Sahih:

They said, "But we found our fathers doing thus."

1 Tafsir Ahsanul Bayaan

ওরা বলল, ‘না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এরূপই করতে দেখেছি।’ [১]

[১] যখন তারা ইবরাহীম (আঃ)-এর প্রশ্নের সঠিক কোন উত্তর দিতে পারল না, তখন তারা উক্ত কথা বলে অব্যাহতি লাভ করল। যেমন আজ-কালও কুরআন-হাদীসের দলীল উপস্থাপিত করে কোন কুপ্রথা বর্জন করার কথা বললে বহু (দাদুপন্থী) লোক অনুরূপ ওজর পেশ করে বলে থাকে, আমরা বংশগতভাবে আমাদের বাপ-দাদাদেরকে এইরূপ করতে দেখে আসছি। অতএব আমরা এ সব ছাড়ব না!