Skip to main content

أَوَلَيْسَ
নন কি (সেই আল্লাহ)
ٱلَّذِى
যিনি
خَلَقَ
সৃষ্টি করেছেন
ٱلسَّمَٰوَٰتِ
আকাশ সমূহ
وَٱلْأَرْضَ
ও পৃথিবীকে
بِقَٰدِرٍ
সক্ষম
عَلَىٰٓ
এক্ষেত্রে
أَن
যে
يَخْلُقَ
সৃষ্টি করবেন
مِثْلَهُمۚ
তাদের মতো
بَلَىٰ
হ্যাঁ নিশ্চয়ই
وَهُوَ
এবং তিনিই
ٱلْخَلَّٰقُ
মহাস্রষ্টা
ٱلْعَلِيمُ
সর্বজ্ঞ

যিনি আসমান যমীন সৃষ্টি করেছেন তিনি কি সেই লোকদের অনুরূপ (আবার) সৃষ্টি করতে সক্ষম নন? হাঁ, অবশ্যই। তিনি মহা স্রষ্টা, সর্বজ্ঞ।

ব্যাখ্যা

إِنَّمَآ
কেবল
أَمْرُهُۥٓ
তাঁর নির্দেশ হয়
إِذَآ
যখন
أَرَادَ
ইচ্ছে করেন
شَيْـًٔا
কিছু (করতে)
أَن
যে
يَقُولَ
বলেন
لَهُۥ
তাকে
كُن
"হও"
فَيَكُونُ
তখনই হয়ে যায়

তাঁর কাজকর্ম কেবল এ রকম যে, যখন তিনি কোন কিছুর ইচ্ছে করেন তখন তাকে হুকুম করেন যে হয়ে যাও, আর অমনি তা হয়ে যায়।

ব্যাখ্যা

فَسُبْحَٰنَ
অতএব মহান পবিত্র
ٱلَّذِى
(সেই সত্ত্বা) তিনিই
بِيَدِهِۦ
যার হাতে (আছে)
مَلَكُوتُ
সার্বভৌম ক্ষমতা
كُلِّ
সব
شَىْءٍ
জিনিসের
وَإِلَيْهِ
এবং তাঁরই দিকে
تُرْجَعُونَ
তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে

কাজেই পবিত্র ও মহান তিনি যাঁর হাতে সব কিছুর সর্বময় কর্তৃত্ব, আর তাঁর কাছেই তোমাদের (সকলকে) ফিরিয়ে আনা হবে।

ব্যাখ্যা