Skip to main content

فَبِأَىِّ
সুতরাং কোন কোন
ءَالَآءِ
অনুগ্রহকে
رَبِّكُمَا
তোমাদের উভয়ের রবের
تُكَذِّبَانِ
উভয়ে অস্বীকার করবে

অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

ব্যাখ্যা

وَمِن
এবং
دُونِهِمَا
সে দুটো ছাড়াও
جَنَّتَانِ
দুটো বাগান (থাকবে)

এ দু’টো বাগান ছাড়াও আরো বাগান আছে।

ব্যাখ্যা

فَبِأَىِّ
অতএব কোন কোন
ءَالَآءِ
অনুগ্রহ সমূহকে
رَبِّكُمَا
তোমাদের উভয়ের রবের
تُكَذِّبَانِ
উভয়ে অস্বীকার করবে

অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

ব্যাখ্যা

مُدْهَآمَّتَانِ
(এ দুই) ঘন সবুজ বাগান

ঘন সবুজ এ বাগান দু’টো।

ব্যাখ্যা

فَبِأَىِّ
অতএব কোন কোন
ءَالَآءِ
অনুগ্রহ সমূহকে
رَبِّكُمَا
তোমাদের উভয়ের রবের
تُكَذِّبَانِ
উভয়ে অস্বীকার করবে

অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

ব্যাখ্যা

فِيهِمَا
উভয়ের মধ্যে রয়েছে
عَيْنَانِ
দুটো ঝরনা
نَضَّاخَتَانِ
উচ্ছলিত উভয়েই

দু’টো বাগানেই আছে অবিরাম ও প্রচুর পরিমাণে উৎক্ষিপ্তমান দু’টো ঝর্ণাধারা।

ব্যাখ্যা

فَبِأَىِّ
অতএব কোন কোন
ءَالَآءِ
অনুগ্রহ সমূহকে
رَبِّكُمَا
তোমাদের উভয়ের রবের
تُكَذِّبَانِ
উভয়ে অস্বীকার করবে

অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

ব্যাখ্যা

فِيهِمَا
তাদের উভয়ের মধ্যে রয়েছে
فَٰكِهَةٌ
ফলমূল
وَنَخْلٌ
ও খেজুর
وَرُمَّانٌ
ও ডালিম

তাতে আছে ফলমূল, আর খেজুর আর ডালিম,

ব্যাখ্যা

فَبِأَىِّ
অতএব কোন কোন
ءَالَآءِ
অনুগ্রহ সমূহকে
رَبِّكُمَا
তোমাদের উভয়ের রবের
تُكَذِّبَانِ
উভয়ে অস্বীকার করবে

অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

ব্যাখ্যা

فِيهِنَّ
তাদের মধ্যে (থাকবে)
خَيْرَٰتٌ
সচ্চরিত্রা (স্ত্রীরা)
حِسَانٌ
সুদর্শনা

তাতে আছে উত্তম স্বভাব চরিত্রের সুন্দরী (কুমারী)রা।

ব্যাখ্যা