Skip to main content

فَبِأَىِّ
অতএব কোন কোন
ءَالَآءِ
অনুগ্রহকে
رَبِّكُمَا
তোমাদের উভয়ের রবের
تُكَذِّبَانِ
উভয়ে অস্বীকার করবে

অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

ব্যাখ্যা

يَخْرُجُ
বের হয়
مِنْهُمَا
তাদের উভয় হতে
ٱللُّؤْلُؤُ
মুক্তা
وَٱلْمَرْجَانُ
ও প্রবাল

এ সব দরিয়া হতে বের হয় মুক্তা ও প্রবাল,

ব্যাখ্যা

فَبِأَىِّ
অতএব কোন কোন
ءَالَآءِ
অনুগ্রহকে
رَبِّكُمَا
তোমাদের উভয়ের রবের
تُكَذِّبَانِ
উভয়ে অস্বীকার করবে

অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

ব্যাখ্যা

وَلَهُ
এবং তাঁরই নিয়ন্ত্রণে
ٱلْجَوَارِ
জাহাজ সমূহ
ٱلْمُنشَـَٔاتُ
উঁচু উঁচু (পালসহ)
فِى
মধ্যে
ٱلْبَحْرِ
সাগরের
كَٱلْأَعْلَٰمِ
পাহাড়ের মতো

পর্বত সম জাহাজসমূহ তাঁরই, যা দরিয়ার বুকে শান্তভাবে চলাচল করে।

ব্যাখ্যা

فَبِأَىِّ
অতএব কোন কোন
ءَالَآءِ
অনুগ্রহকে
رَبِّكُمَا
তোমাদের উভয়ের রবের
تُكَذِّبَانِ
উভয়ে অস্বীকার করবে

অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

ব্যাখ্যা

كُلُّ
প্রত্যেক (জিনিস)
مَنْ
যা কিছু
عَلَيْهَا
তার উপর (আছে)
فَانٍ
নশ্বর

পৃথিবী পৃষ্ঠে যা আছে সবই ধ্বংসশীল,

ব্যাখ্যা

وَيَبْقَىٰ
এবং অবশিষ্ট থাকবেন
وَجْهُ
সত্তা
رَبِّكَ
তোমার রবের
ذُو
(যিনি) সম্পন্ন
ٱلْجَلَٰلِ
মহিমা
وَٱلْإِكْرَامِ
মহানুভবতা

কিন্তু চিরস্থায়ী তোমার প্রতিপালকের চেহারা (সত্তা)- যিনি মহীয়ান, গরীয়ান,

ব্যাখ্যা

فَبِأَىِّ
অতএব কোন কোন
ءَالَآءِ
অনুগ্রহকে
رَبِّكُمَا
তোমাদের উভয়ের রবের
تُكَذِّبَانِ
উভয়ে অস্বীকার করবে

অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

ব্যাখ্যা

يَسْـَٔلُهُۥ
তাঁরই কাছে প্রার্থনা করে
مَن
যা কিছু
فِى
মধ্যে (আছে)
ٱلسَّمَٰوَٰتِ
আকাশ
وَٱلْأَرْضِۚ
ও পৃথিবীর
كُلَّ
প্রত্যেক
يَوْمٍ
দিন
هُوَ
তিনি
فِى
থাকেন
شَأْنٍ
(এক বিশেষ) অবস্থায়

আকাশ আর পৃথিবীতে যারা আছে তারা (নিজেদের প্রয়োজন মেটানোর জন্য যা কিছু দরকার) তাঁর কাছেই চায়, প্রতি মুহূর্ত তিনি নতুন নতুন গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত (কাউকেও বাঁচাচ্ছেন, কাউকেও মারছেন, কাউকেও সম্মানিত ক’রে ঊর্ধ্বে উঠাচ্ছেন, কাউকেও অপমানিত ক’রে নামিয়ে দিচ্ছেন ইত্যাদি)।

ব্যাখ্যা

فَبِأَىِّ
সুতরাং কোন কোন
ءَالَآءِ
অনুগ্রহকে
رَبِّكُمَا
তোমাদের উভয়ের রবের
تُكَذِّبَانِ
উভয়ে অস্বীকার করবে

অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?

ব্যাখ্যা