Skip to main content
bismillah

وَٱلطُّورِ
শপথ তূর (পাহাড়ের)

শপথ তূর (পর্বত) এর,

ব্যাখ্যা

وَكِتَٰبٍ
এবং (শপথ) কিতাবের
مَّسْطُورٍ
(যা) লিখিত

শপথ কিতাবের যা লিখিত

ব্যাখ্যা

فِى
মধ্যে
رَقٍّ
চামড়ার কাগজের
مَّنشُورٍ
উন্মুক্ত

খোলা পৃষ্ঠায়,

ব্যাখ্যা

وَٱلْبَيْتِ
এবং (শপথ) ঘরের
ٱلْمَعْمُورِ
চির আবাদ

শপথ বেশি বেশি আবাদকৃত ঘরের,

ব্যাখ্যা

وَٱلسَّقْفِ
এবং (শপথ) ছাদের (অর্থাৎ আকাশের)
ٱلْمَرْفُوعِ
সুউচ্চ

শপথ সুউচ্চ ছাদের,

ব্যাখ্যা

وَٱلْبَحْرِ
এবং (শপথ) সাগরের
ٱلْمَسْجُورِ
উত্তাল

শপথ তরঙ্গায়িত সমুদ্রের,

ব্যাখ্যা

إِنَّ
নিশ্চয়ই
عَذَابَ
শাস্তি
رَبِّكَ
তোমার রবের
لَوَٰقِعٌ
অবশ্যই ঘটবে

তোমার প্রতিপালকের ‘আযাব অবশ্যই সংঘটিত হবে।

ব্যাখ্যা

مَّا
নেই
لَهُۥ
তার জন্যে
مِن
কোনো
دَافِعٍ
প্রতিরোধকারী

তার প্রতিরোধকারী কেউ নেই।

ব্যাখ্যা

يَوْمَ
সেদিন
تَمُورُ
কাঁপবে
ٱلسَّمَآءُ
আকাশ
مَوْرًا
প্রবল কম্পনে

যেদিন আকাশ প্রচন্ডভাবে কাঁপবে,

ব্যাখ্যা

وَتَسِيرُ
এবং চলবে
ٱلْجِبَالُ
পাহাড়গুলো
سَيْرًا
(দ্রুত) চলার মতো

আর পর্বত হবে দ্রুত চলমান,

ব্যাখ্যা
কুরআন মজীদ :
আত্ব তূর
القرآن الكريم:الطور
আধিপত্য একটি আয়াত (سجدة):-
সূরা নাম (latin):At-Tur
সূরা না:52
আয়াত:49
মোট শব্দ:320
মোট অক্ষর:1500
রুকু সংখ্যা:2
অবতীর্ণ:মক্কা
উদ্ঘাটন আদেশ:76
শ্লোক থেকে শুরু:4735