ثُمَّ
এরপর
أَمَاتَهُۥ
তাকে মৃত্যু দেন
فَأَقْبَرَهُۥ
অতঃপর তাকে কবরস্থ করেন
অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন।
ثُمَّ
এরপর
إِذَا
যখন
شَآءَ
চাইবেন
أَنشَرَهُۥ
তাকে পুনরায় জীবিত করবেন
অতঃপর যখন তিনি চাইবেন তাকে আবার জীবিত করবেন।
كَلَّا
কখনও না
لَمَّا
না যা
يَقْضِ
সে পালন করে
مَآ
যা
أَمَرَهُۥ
তাকে আদেশ করেছেন তিনি
না, মোটেই না, আল্লাহ তাকে যে নির্দেশ দিয়ে ছিলেন তা সে এখনও পূর্ণ করেনি।
فَلْيَنظُرِ
অতঃপর লক্ষ্য করুক
ٱلْإِنسَٰنُ
মানুষ
إِلَىٰ
প্রতি
طَعَامِهِۦٓ
তার খাদ্যের
মানুষ তার খাদ্যের ব্যপারটাই ভেবে দেখুক না কেন।
أَنَّا
নিশ্চয়ই আমরা
صَبَبْنَا
আমরা বর্ষণ করেছি
ٱلْمَآءَ
পানি
صَبًّا
(প্রচুর) বর্ষণ
আমি প্রচুর পানি ঢালি,
ثُمَّ
এরপর
شَقَقْنَا
আমরা বিদীর্ণ করেছি
ٱلْأَرْضَ
মাটিকে
شَقًّا
(খুব) বিদীর্ণ
তারপর যমীনকে বিদীর্ণ করে দেই,
فَأَنۢبَتْنَا
অতঃপর আমরা উৎপন্ন করেছি
فِيهَا
তার মধ্যে
حَبًّا
শস্য
অতঃপর তাতে আমি উৎপন্ন করি-শস্য,